সদর প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি সেক্রেটারি কাপ ব্যাডমিন্টন ( ডাবল) টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার ( ২০ জানুয়ারী ) সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির মাঠ সংলগ্নে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান এর সার্বিক তত্বাবধানে ও আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক এড. মোঃ রাসেল প্রধান এর পরিচালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ।
নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ বলেন, আমাদের এই পেশাটা একটি রসকসহীন পেশা। বিভিন্ন রোগ আমাদের জন্য কমন থাকে । খেলা ধূলার বিকল্প নেই। শরীল চর্চার বিকল্প নেই। এ সমস্ত বিষয় থেকে নিজেদের ভালো রাখার জন্য খেলাধূলার অবশ্যই প্রয়োজন রয়েছে। আপনাদের এই টূর্নামেন্ট সুন্দর মতো পরিচালিত হোক এই কামনাই করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল ইসলাম আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. বারী ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড. আবুল কালাম আজাদ জাকির সহ সিনিয়র ও জুনিয়র আইনজীবী প্রমুখ ।