নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ৩টি হত্যা মামলায় সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নাসিকের সাবেক প্যানেল মেয়র এবং ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মতিউর রহমান মতিকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদের আদালতে সদর মডেল থানায় দায়েরকৃত হত্যা মামলায় গ্রেপ্তার মোঃ মতিউর রহমান মতিকে ৭ দিনের রিমান্ড চেয়ে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন আদালতে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত ২টি হত্যা মামলায় মতিউর রহমান মতিকে ১৪ দিনের রিমান্ড চেয়ে হাজির করে পুলিশ। আদালত শুনানি শেষে তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৩ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মতিউর রহমান মতি (৫৫) ও তার ছেলে বাবুইকে গ্রেপ্তার করে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ মতিউর রহমান মতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত মোঃ বাদশা মিয়ার ছেলে।