নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং লালপুর এলাকায় রড, সিমেন্ট ও বালুর ব্যবসায়ী মামুন হোসাইনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) ভোর সাড়ে ৪টার দিকে পূর্ব লালপুর এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই আমজাদ হোসেন বলেন, ভোরের দিকে মামুন বাসায় ঘুমাচ্ছিল। তাকে ঘুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। তবে কে বা কারা তাকে ডেকে নিয়ে গেছে সেটা জানতে পারিনি।
নিহত মামুনের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, বৃহস্পতিবার রাত দুইটায় ইটবালু, সিমেন্ট লোড-আনলোড শেষে হলে তিনি বাসায় চলে যান। ভোর পৌনে পাচঁটায় তাকে বাসা থেকে মোবাইলে ফোনে প্রতিষ্ঠানের সামনে ডেকে এনে হঠাৎ গুলি করে দুই যুবক পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ মামুনকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।