বন্দর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর থানা কৃষক দল আয়োজিত আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার ২৩ ফেব্রুয়ারী বিকেল ৩টায় বন্দরের ২৩নং ওয়ার্ডের নবীগঞ্জস্থ কামাল উদ্দিন মোড়ে অনুষ্ঠিত হয়। বন্দর থানা কৃষক দলের আহবায়ক জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির নাহিদ,সহ-সভাপতি মোঃ তপু,মোঃ জনি,মোঃ ফারুক মিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ আল অমিন খান ও দপ্তর সম্পাদক শওকত খন্দকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা কৃষক দলের সদস্য সচিব হাসিবুল হাসান শান্ত,যুগ্ম আহবায়ক মোঃ শাহিন হাওলাদার,ইয়াসিন হাসান সেলিম,ফারুক হোসেন সাদেক,মিজানুর রহমান সুমন,মোঃ মিন্টু,ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম,জাকির হোসেন ছোটন,বন্দর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মাহাবুব,বন্দর থানা কৃষক দলের সদস্য মোঃ সুমন,মোঃ স্বপন,মোঃ আকিল,মোঃ আরমান,মোঃ আলম,সাজ্জাদ হোসেন,খোরশেদ আলম প্রমুখ। পরিশেষে মহানগরের ২৩,২৪ ও ২৬নং ওয়ার্ড কৃষকদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ২৩নং ওয়ার্ড কৃষক দলের আহবায়ক ফজলুল হক,সদস্য সচিব মোঃ টুটুল মিয়া,২৪নং ওয়ার্ড কৃষক দলে আহবায়ক মোঃ মাসুম,সদস্য সচিব মোঃ সাজ্জাদ, ২৬নং ওয়ার্ড কৃষক দলের আহবায়ক মোঃ ইয়াসিন, সদস্য সচিব মোঃ রাসেল সহ নেতৃবৃন্দ প্রমুখ।