নারায়ণগঞ্জ কথা ডট কম : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সংলগ্ন বি বি রোড মন্ডলপাড়া এলাকায় আহামেদ পার্সেল সার্ভিস এর নিতাইগঞ্জ শাখা নামে একটি ট্রান্সপোর্ট যা দীর্ঘদিন ধরে চলমান সড়ক বন্ধ করে তারা ট্রান্সপোর্ট এর মালামাল লোড করছে এতে পথচারী ও এলাকাবাসী ক্ষিপ্ত।
মঙ্গলবার (৫ মার্চ ২০২৫ইং ) আসর নামাজের পর দেখা যায় বড় একটি কন্টেইনারের সিঁড়ি দিয়ে ফুটপাত দখল করে মালা মাল ওঠাছে ।
এ বিষয়ে তাদের সাথে কথা বললে তারা জানান সিটি কর্পোরেশন থেকে তারা পয়েন্টের অনুমতি নিয়ে তারা ফুটপাত দখল করে কাজ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী থেকে জানান, বছরখানেক ধরে এই ট্রান্সপোর্টটি প্রতিদিনই এভাবেই মাল উঠানামা করে, যা আমাদের এলাকার মানুষের জন্য চলাচলে বাধা সৃষ্টি করে। আমরা তাদের সাথে কথা বলতে গেলে তারা উত্তেজিত হয়ে যায়, ফুটপাত দখল বর্তমানে সিটি কর্পোরেশন থেকেই দিচ্ছে বলে জানান তারা। তারা বড় কভার ভ্যানগাড়ি দিয়ে প্রতিদিন এখানে লোড করেন এবং গাড়ির সিঁড়ি দিয়ে রোডটা দখল করেন আরেক পাশে মালের বস্তা দিয়ে রাখেন মাঝে মাঝে আমাদের ফুটপাত থেকে নেমে নিচের রোড দিয়ে আসতে হয়। তাদেরকে কেউ কিছু বলতে পারে না। কারণ জিজ্ঞেস করলে তারা সিটি কর্পোরেশনের সাথে কথা বলতে বলে।