বন্দর প্রতিনিধি : বন্দর উপজেলাসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করেন নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর জেলা প্রশাসকের নের্তৃত্বাধীন টিম বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল, পল্লী বিদ্যুৎ অফিস নবীগঞ্জ জোনাল অফিস, বন্দর ইউনিয়ন পরিষদের কার্যালয়। এ সময় বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, বন্দর থানা পুলিশের পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম, বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিউর রহমান, বন্দর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সৈকত হোসাইনসহ সদস্যরা( মেম্বাররা) উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ইউনিয়ন পরিষদের সচিবসহ মেম্বারদের সাথে পরিচয় হন এবং দাপ্তরিক কাজের খবরাখবর নেন। অগ্রাধিকার ভূমিকা পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বন্দর, নারায়ণগঞ্জ এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফাহিম আরিফ স্যার এবং সাথে ছিলেন মেডিকেল অফিসার, ডাঃ আলাউল কবির দিপু স্যার আরো কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।